এক যুগেও বেশি সময় ধরে বিআরটি প্রকল্পের কাজ চলছে। একের পর এক সময় দিয়েও শেষ করা যায়নি কাজ, উল্টো এ প্রকল্প বাস্তবায়নে ব্যাপক ভোগান্তিও পোহাতে হয় যাত্রী ও চালকদের। তবে, এবার গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পটি শিগগিরই চালু হচ্ছে।
আজ (শনিবার, ৭ ডিসেম্বর) দুপুরে বিআরটি প্রকল্প পরিদর্শন শেষে গাজীপুর মহানগরীর শিববাড়ি বিআরটি স্টেশনে এক আলোচনা সভায় সিদ্ধান্ত জানানো, আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিআরটি প্রকল্পের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে দুটি এসি বাস দিয়ে পরীক্ষামূলকভাবে যাত্রী পরিবহন করা হচ্ছে।
বিআরটিসির সচিব জনাব মো. তাজুল ইসলাম বলেন, ‘বিআরটিসি কিন্তু এখন সরকার থেকে কোনো টাকা নেয় না। আমরা গত তিন বছর যাবত পুরো স্বয়ংসম্পূর্ণ। এর মধ্যেও কিন্তু আমরা জনগণের স্বার্থে অনেকগুলো সার্ভিস চালিয়ে যাচ্ছি।’
বর্তমানে ৯৮ ভাগ কাজ শেষ হয়েছে জানিয়ে বক্তারা বলেন, আগামী বছরের জুনে এই প্রকল্প পুরোপুরি চালু করা সম্ভব হবে।
বিআরটিসির সচিব জনাব মো. তাজুল ইসলাম বলেন, ‘সবাই বলছে যে আমরা পারব এবং সমস্যারগুলোর দ্রুত সমাধান করব।’
প্রকল্প শুরু হলে যেসব সমস্যা দেখা দেবে, সেগুলো ধীরে ধীরে সমাধান করার আশ্বাস দেন প্রকল্প পরিচালক।