ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মনিরম্নজ্জামান, উপ-উপাচার্য অধ্যাপক ড. ইউনুস মিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জিয়াউল হাসান, বিভিন্ন অনুষদের ডিন ও রেজিস্ট্রার।
ওরিয়েন্টেশন প্রোগ্রামের প্রথমাংশে অতিথিরা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের ওপর দিক নির্দেশনা দেন। দ্বিতীয়াংশে রয়েছে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০০২ সালে প্রতিষ্ঠিত স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশে ১৪টি বিভাগের অধীন ২৭টি প্রোগ্রামে শিক্ষাদান কার্যক্রম চালু আছে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৫-এ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৪তম ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ষষ্ঠতম স্থান অর্জন করে।—বিজ্ঞপ্তি