ই-কমার্স
অর্থনীতি
0

১৩ দিনে ই-কমার্সে লোকসান ১৭শ’ কোটি টাকা ছাড়িয়েছে

গত ১৩ দিনে ই-কমার্সে ১৭০০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি শমি কায়সার। আজ (বুধবার, ৩১ জুলাই) রাজধানীর বনানীতে ই-ক্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শমী কায়সার বলেন, 'ইন্টারনেট যোগাযোগ ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় বিশ্বব্যাপী যে বার্তা যাবে তাতে দেশিয় স্টার্টআপে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। এ সমস্যা কাটিয়ে উঠতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি দেশের ইতিবাচক বিষয়গুলো তুলে ধরে আন্তর্জাতিকভাবে ইতিবাচক ব্রান্ডিং করার উদ্যোগ নিতে হবে।'

তিনি বলেন, 'ফেসবুক বন্ধ হওয়ার আগে বিজ্ঞাপন সচল থাকায় অনেক উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই প্রথমত ফেসবুক বা মেটাকে প্রদত্ত ডলারের বিপরীতে পুনর্বিজ্ঞাপনের সুযোগ দেয়ার জন্য অনুরোধ করা জরুরি। এক্ষেত্রে প্রয়োজনে আমরাও যোগাযোগ অব্যাহত রাখবো। আগামী ১ বছর ফেসবুক অ্যাডের ওপর ১৫% ভ্যাট প্রত্যাহারের অনুরোধ করছি।'

পরবর্তীতে যেন এভাবে ইন্টারনেট সেবা ও ফেসবুক বন্ধ করা না হয় সেজন্য সরকারের প্রতি তিনি আহ্বানও জানান।

সংবাদ সম্মেলনে বলা হয়, কারফিউ ও নিরাপত্তা ঝুঁকিসহ বিভিন্ন কারণে ই-কমার্স খাতের ৯৫% লেনদেন এখনো বন্ধ রয়েছে। প্রতিদিন ক্রয় বিক্রয় না হওয়ায় দৈনিক ১২০ কোটি টাকার বেশি ক্ষতি ই-কমার্স খাতে। ফেসবুক ইন্টারনেট বন্ধ থাকায় প্রথম ১০ দিনে ক্ষতির পরিমাণ কমপক্ষে ১৪০০ কোটি টাকা।

সোসিয়েশন অব বাংলাদেশ বলছে, সাম্প্রতিক সংকটে ফেসবুক কমার্স উদ্যোক্তাদের ক্ষতি ৬০০ কোটি টাকা, ই-কমার্স লজিস্টিকসে অন্তত ১০০ কোটি, ই-ট্যুরিজমে প্রায় ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।