আন্তর্জাতিক বাণিজ্য
0

হোন্ডা-নিশানের সঙ্গে জোটবদ্ধ হচ্ছে মিৎসুবিশি

হোন্ডা ও নিশান মোটরের সঙ্গে নতুন জোটে যুক্ত হতে যাচ্ছে জাপানের মিৎসুবিশি মোটরস। এর মাধ্যমে কোম্পানিগুলো সম্মিলিতভাবে ৮০ লাখ ইউনিট গাড়ি বিক্রি করবে। নিক্কেই এশিয়ার প্রতিবেদনের বরাতে রয়টার্স প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

মিৎসুবিশি মোটরসের ৩৪ শতাংশ মালিকানা নিসানের। নিক্কেই জানায়, কৌশলগত এ চুক্তি সম্পন্নে হোন্ডা ও নিশানের সঙ্গে কাজ করবে কোম্পানিটি। সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী, কোম্পানিগুলো গাড়ি নিয়ন্ত্রণের জন্য ইন-ভেহিকেল সফটওয়্যারের উন্নয়নে কাজ করবে।

প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে জিজ্ঞাসা করা হলেও মিৎসুবিশির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে নিশানের এক মুখপাত্র জানান, কোম্পানির ঘোষণা সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়নি। হোন্ডার পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।

বাজার বিশ্লেষকদের মতে, জাপানের তৃতীয় বৃহত্তম অটোমেকার নিশান ক্রমশ যুক্তরাষ্ট্র ও চীনের বাজার হারাচ্ছে। এ দুটি দেশের মোট বিক্রি কোম্পানির মোট বিক্রির অর্ধেক। চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি যুক্তরাষ্ট্রের বাজার থেকে কোনো মুনাফা করতে পারেনি। এরপরই বাকি বছরের জন্য পূর্বাভাসে পরিবর্তন আনা হয়েছে।

অন্যদিকে মার্চে দেয়া এক বিবৃতিতে নিশান ও হোন্ডা স্বয়ংচালিত সফটওয়্যার প্লাটফর্ম, বৈদ্যুতিক গাড়ির উপাদান এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে কৌশলগত চুক্তি সম্পাদনের বিষয়টি জানিয়েছিল।

গাড়ির বাজার হিসেবে চীন অনেক বড়। আগে জাপানি ব্র্যান্ডগুলো ভালো অবস্থানে থাকলেও বর্তমানে দেশীয় কোম্পানিগুলোর সঙ্গে তুমুল প্রতিযোগিতায় রয়েছে। কেননা এসব কোম্পানি কম দামে সফটওয়্যারনির্ভর গাড়ি বাজারজাত করছে এবং এর ফলে গ্রাহকরা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এএইচ