আন্তর্জাতিক বাণিজ্য
0

দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমেছে নকিয়ার

বছরের দ্বিতীয় প্রান্তিকে পরিচালন মুনাফা কমেছে ফিনল্যান্ডের টেলিকম কোম্পানি নকিয়ার। ফাইভজি নেটওয়ার্ক ও টেলিকম যন্ত্রাংশের চাহিদা কমে যাওয়ায় এ সময় কোম্পানিটির মুনাফা কমেছে ৩২ শতাংশ। রয়টার্স প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির মুনাফা ছিল ৬১ কোটি ৯০ লাখ ইউরো। সেখানে চলতি বছরের একই সময় তা কমে ৪২ কোটি ৩০ লাখ ইউরোতে নেমে এসেছে।

গ্রাহক বা ভোক্তা পর্যায়ে পণ্য কেনার চাহিদা কমে আসায় নকিয়ার পাশাপাশি সুইডিশ কোম্পানি এরিকসনও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এক বিবৃতিতে নকিয়ার প্রধান নির্বাহী পেক্কা লান্ডমার্ক বলেন, দুর্বল বাজার ব্যবস্থার কারণে দ্বিতীয় প্রান্তিকে আমাদের অর্থনৈতিক পরিস্থিতির পাশাপাশি গড় বিক্রিও কমেছে।’

বছরের দ্বিতীয়ার্ধে বিক্রি আরো বৃদ্ধির বিষয়ে আশা প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে নেটওয়ার্ক অবকাঠামো খাতে ক্রয়াদেশ বড় প্রভাবক হিসেবে কাজ করবে বলেও জানিয়েছেন তিনি।

এই সম্পর্কিত অন্যান্য খবর  

No Article Found!