পরিবেশ ও জলবায়ু , এশিয়া
বিদেশে এখন

শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে ৭ জনের প্রাণহানি

শ্রীলঙ্কায় মৌসুমী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এছাড়া দেশটির ২৫টি জেলার মধ্যে ২০টি জেলার মানুষ দুর্ভোগের শিকার।

বন্যায় শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ অনেক অঞ্চলে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছে। এরইমধ্যে ৯টি জেলায় ভূমিধসের সতর্কতা জারি করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সোমবার (৩ জুন) বন্যাকবলিত এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বেশিরভাগ এলাকায়। ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে সেনাবাহিনী মোতায়েন করেছে শ্রীলঙ্কা সরকার। এছাড়াও নৌবাহিনীর ১০টি দল মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত ৪০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে লংকান দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর