দেশে এখন

সিলেটে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন

সিলেটে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। আজ (বুধবার, ২৮ মে) সিলেট সেনানিবাসে এ দিবস পালন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেট সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী। বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। দিবসটি উপলক্ষে সিলেট পিচকিপার্স রানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী বলেন, 'শৃঙ্খলা, সততা, সামরিক পেশাগত দক্ষতা, নিরপেক্ষতা, আনুগত্য, সাহসিকতা, পেশাদারিত্বের সাথে বাংলাদেশে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। উন্নত দেশের সেনাবাহিনী ও শান্তিরক্ষীদের সাথে কাজ করে বাংলাদেশ সক্ষমতার স্বাক্ষর রেখেছে। দ্রুততম সময়ে শান্তিরক্ষী প্রেরণেও বাংলাদেশ দক্ষতার পরিচয় দিচ্ছে'

এছাড়া বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের আত্মত্যাগ ও বীরত্বের কথা তুলে ধরেন তিনি। এসময় সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর