বিজিবি সদস্যরা নীলডুমুর ব্যাটালিয়ন ও বিওপির সামনে বিদ্যমান বেড়িবাঁধের ওপর দিয়ে পানির প্রবেশ ঠেকাতে বালুর বস্তা ফেলে সুরক্ষার ব্যবস্থা করেছে। তারা দুর্গত এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য মাইকিং করে।
নীলডুমুর বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে মানুষের জন্য রান্না করা খাবার, সুপেয় পানি ও শুকনো খাবার সরবরাহের পাশাপাশি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছে।
এছাড়া অন্যান্য স্থানে আশ্রয়রতদের মাঝেও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। একইসঙ্গে ঘূর্ণিঝড় মোকাবিলায় আসা স্বেচ্ছাসেবকদেরও নিয়মিতভাবে খাবার দিচ্ছে বিজিবি।
উল্লেখ্য, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ৩ প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।