আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ১২টি প্রস্তাব অনুমোদন

আজ (বুধবার, ৩ এপ্রিল) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে ১২টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

১২ টি প্রস্তাবের মধ্যে আছে, ২০০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারিয়েজ কেনার প্রস্তাব। সে অনুযায়ী ২০০টি প্যাসেঞ্জার ক্যারিয়েজ কিনবে রেলপথ মন্ত্রণালয়। এর জন্য ১ হাজার ৬২৬ কোটি ৪৯ লাখ টাকা প্রয়োজন। যা যোগাড় হবে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ঋণের মাধ্যমে। আর এ টাকা আসবে ভারত থেকে।

এছাড়াও টিসিবি'র মাধ্যমে ১ কোটি ১০ লাখ লিটার তেল কিনবে সরকার। যার প্রতি লিটারের দাম ১৫২ টাকা ৯৮ পয়সা।

৫০ হাজার লিটার রাইস ব্র্যান তেলও কিনবে সরকার। তবে স্থানীয়ভাবে যার প্রতি লিটারের দাম পড়বে ১৫২ টাকা। স্থানীয়ভাবে ১০ হাজার মেট্রিক টন মসুর ডালও কিনবে সরকার। প্রতি কেজি ১০২ টাকা ৭৫ পয়সা দরে মসুর ডাল কিনতে হবে।

এছাড়াও সিঙ্গাপুরের ২টি স্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজি কেনা হবে, যথাক্রমে প্রথমটার দাম প্রতি ইউনিট ৯ মার্কিন ডলার, দ্বিতীয়টি ৯.৮৯ মার্কিন ডলার। সিঙ্গাপুর ছাড়াও সুইজারল্যান্ড থেকেও স্পট মার্কেটের মাধ্যমে প্রতি ইউনিট ৯.৪৯ মার্কিন ডলার দরে এক কার্গো এলএনজি কেনা হবে।

সরকার ৩০ হাজার মেট্রিক টন গ্র্যানিউলা সার কিনবে কাফকো থেকে। প্রতি টন সারের দাম পড়বে ৩৬৬.৩৭৫ মার্কিন ডলার।

পুলিশ সদস্যদের জন্য রাজধানীতে ৯টি আবাসিক ভবন নির্মাণের খরচ বেড়ে দাঁড়াচ্ছে ১৬৬ কোটি ২৯ লাখ টাকা, যার প্রস্তাবও অনুমোদন পেয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর