বাজার , স্বর্ণের বাজার
অর্থনীতি
0

কমলো স্বর্ণের দাম

স্থানীয় বাজারে কমলো স্বর্ণের। প্রতি ভরিতে ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা।

মঙ্গলবার (১৯ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সভায় নতুন মূল্য নির্ধারণ করা হয়। আগামীকাল থেকে কার্যকর হবে নতুন দর।

তবে দামের নতুন রেকর্ড সৃষ্টি হওয়ার মাত্র একদিনের মাথায় ভরিতে ১ হাজার ৭৫০ টাকা কমানোর সিদ্ধান্ত নিল বাজুস।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯০ হাজার ৯৭৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭৫ হাজার ৮১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।