স্বর্ণের বাজার
বাজার
0

ইতিহাসের সর্বোচ্চ দামে স্বর্ণ

প্রতি ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ২শ' ১৬ টাকা।

দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন'র (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, প্রতি ভরিতে মূল্যবান এই ধাতুর দাম বেড়েছে ২ হাজার ২শ' ১৬ টাকা।

বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে কার্যকর হবে নতুন এ দাম। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ লাখ ১২ হাজার ৯শ' ৭ টাকা।

এর আগে চলতি বছর ১৭ জানুয়ারি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১৪শ' টাকা বাড়িয়ে ১ লাখ ১২ হাজার ৪শ' ৪১ টাকা ওঠার পর দেশের ইতিহাসে প্রথমবার পরদিনই দাম কমানো হয়। সেসময় ভরিতে ১৭শ' ৫০ টাকা কমিয়ে দাম নির্ধারণ হয় ১ লাখ ১০ হাজার ৬শ' ৯১টাকা।

দামের নতুন রেকর্ড সৃষ্টি হওয়ার মাত্র একদিনের মাথায় কমেছিল স্বর্ণের দাম। তবে এবার ইতিহাসের সর্বোচ্চ দামে পৌছেঁছে স্বর্ণের দাম।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। তা না হলে বিদেশে স্বর্ণ পাচার হওয়ার সম্ভাবনা থাকে বলেও জানিয়েছে বাজুস।

বিশ্ববাজারে ইতিহাসের সর্বোচ্চ দাম উঠেছে স্বর্ণের। প্রথমবার প্রতি আউন্স স্বর্ণের মূল্য ছাড়িয়েছে ২১শ' ডলার। একদিন আগের তুলনায় দাম দশমিক ৩৭ শতাংশ বেড়ে সোমবার লন্ডনে আউন্সপ্রতি স্বর্ণের দাম নির্ধারিত হয় দুই হাজার ১৩৪ ডলার। পুঁজিবাজারে এদিন স্বর্ণের দাম দশমিক ৭ শতাংশ বেড়ে দুই হাজার ১২৯ ডলারে দাঁড়ায়।

মঙ্গলবার (৫ মার্চ) দাম আরও বেড়েছে বলে জানিয়েছে সিএনবিসি। স্বর্ণের দামে এই উত্থান কমপক্ষে চলতি বছরের শেষ পর্যন্ত চলবে বলে আভাস অর্থনীতিবিদদের।

আগামী ১২ থেকে ১৬ মাসের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম আরও বেড়ে তিন হাজার ডলারেও পৌঁছে যেতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান সিটিব্যাংক।

জার্মানির বেরেনবার্গের বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয় হলে বিশ্ববাজারে স্বর্ণখাতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে; কমবে ইউক্রেন ও গাজায় চলমান যুদ্ধের প্রভাব।

এসএস