শিক্ষা
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, প্রর্থনা করছেন অভিভাবকরা

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে 'বিজ্ঞান ইউনিট'-এর স্নাতক প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।

পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন পরীক্ষার্থীরা। বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়।

ভেতরে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধতে অংশ নিয়েছেন শিক্ষার্থীরা, আর বাইরে তাদের জন্য অপেক্ষায় ছিলেন অভিভাবকরা। পরীক্ষার হলে তাদের সন্তান কী করছে? প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছে কি না? সেটি ভেবেই তাদের চিন্তার যেন শেষ নেই।

অভিভাবকদের মধ্যে কেউ গল্প করছেন, আবার কেউ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন। নিজের সন্তান বা ছোট ভাই-বোনের জন্য চিন্তার যেন শেষ নেই তাদের।

এই ইউনিটের পরীক্ষায় ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ২২ হাজার ১৮৪টি। সে হিসাবে প্রতিটি আসনের জন্য ৬৬ জন শিক্ষার্থী লড়াই করেছেন।

পরীক্ষায় সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। এর মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ অংশের জন্য বরাদ্দ ছিল ৪৫ মিনিট। ও ৪০ মার্কের লিখিত অংশের জন্য বরাদ্দ ছিল ৪৫ মিনিট।

বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটে মোট আসন ৫ হাজার ৯৬৫টি। এ আসনে ভর্তির জন্য মোট আবেদন পড়েছে ২ লাখ ৭৮ হাজার ৯৯৬টি। সে হিসাবে আসনপ্রতি ভর্তি হতে চান ৪৭ জন।

আইবিএ অনুষদসহ মোট ২ লাখ ৮৫ হাজার ৮০৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'মানবিক ইউনিট' এর ও ২৪ ফেব্রুয়ারি 'বাণিজ্য ইউনিট' এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'জনপ্রশাসন সংস্কার এবং আমাদের ভাবনা' শীর্ষক সেমিনার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় দিনব্যাপী নবান্ন উৎসব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় দিনব্যাপী নবান্ন উৎসব

চাকরিতে বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের মানববন্ধন

ঢাবিতে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ ও ডাকসু নির্বাচনের দাবিতে মিছিল

সাত কলেজের ব্যাপারে সরকারি সিদ্ধান্ত নিয়ে যা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়

নতুন শিক্ষাক্রমে আগ্রহ হারিয়ে অনেকেই ঝুঁকছেন ইংলিশ মিডিয়ামে

রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি না করে শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফেরার আহ্বান

রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ তুলে ধরতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান

ঢাবিতে গণঅভ্যুত্থানের সময় হামলায় জড়িতদের বহিষ্কারের দাবি

ঢাবি অধিভুক্তি বাতিলের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন

শনিবারের মধ্যে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না হলে রোববার থেকে গণঅনশন

সাত কলেজ শিক্ষার্থীদের কর্মসূচি ঘোষণা

সেন্টমার্টিন ভ্রমণের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ