পোস্তগোলা সেতুর সংস্কার কাজ ৫০ শতাংশ শেষ হয়েছে বলে দাবি সড়ক ও জনপদ বিভাগ কর্তৃপক্ষের। আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) যানবাহন বন্ধ থাকায় পায়ে হেঁটে পারাপার হন অনেকেই। তবে ছুটির দিন হওয়ায় বিকল্পপথেও যানজট ছিল কম। এছাড়া আগামী ১, ৪ ও ৮ মার্চ যান চলাচল বন্ধ থাকবে।
রাজধানীকে সংযোগকারী অন্যতম ব্যস্ত সেতু পোস্তাগোলা। দিনে হাজার হাজার যানবাহন চলাচল করে এই সেতু দিয়ে। সংস্কার চলছে, তাই সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধ। আর বিরতি দিয়ে ও শর্তসাপেক্ষে চলছে হালকা যানবাহন।
এর আগে, সড়ক ও জনপথ বিভাগের গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ঢাকাসহ ২১ জেলার যানবাহনের যাতায়াতের ক্ষেত্রে বাড়তি যানজট হতে পারে। ফলে হালকা যানবাহনগুলো ২৪ ও ২৬ ফেব্রুয়ারি এবং ১, ৪ ও ৮ মার্চ বিকল্প সড়ক ব্যবহার করবে। আর ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারী যানবাহনগুলো বিকল্প সড়ক ব্যবহার করবে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে দুর্ঘটনা থেকে রক্ষা পেতে সেতু সংস্কার গুরুত্বপূর্ণ বলেই মনে করেন তারা।
এদিকে সকালে সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলীরা সেতু পরিদর্শন করেন। অতিরিক্ত প্রধান প্রকৌশলী শিশির কান্তি রাউৎ গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত ৫০ শতাংশ সংস্কার শেষ হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি বিকল্প রাস্তা হিসেবে বাবুবাজার সেতু ব্যবহার করা শুরু হয়, সেদিন ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হলেও সোমবার ছুটির দিন হওয়ায় যান চলাচল ছিল স্বাভাবিক। তবে যানযট নিরসনে প্রস্তুত আছে পুলিশের ট্রাফিক বিভাগ। এদিকে বিকল্প রাস্তা ব্যবহার করায় সময় বেশি লাগছে বলে অভিযোগ যাত্রী ও চালকদের।