বুধবার (২৪ জানুয়ারি) স্বাধীন বাংলাদেশে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো পরিকল্পনা কমিশনের সভা। ৮ বছর পর আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সরকারপ্রধান ও পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান শেখ হাসিনা।
প্রায় সাড়ে ৩ ঘন্টার সভায় দেশের অর্থনৈতিক গতিধারা ও উন্নয়ন প্রকল্প নিয়ে সরকারের নির্দেশনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, 'যে সমস্ত পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এবং চালিয়ে যাচ্ছি। সেগুলো যেন দ্রুতসময়ের মধ্যে শেষ করতে পারি। প্রকল্প দ্রুত শেষ করলে তার রিটার্ন আসে, তাতে আমরা লাভবান হই এবং নতুন আরেকটা প্রকল্প নেয়া সম্ভব হয়। কাজেই দীর্ঘসূত্রিতা যেন না হয়। নতুন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে এর ব্যয়, আয় এবং ঋণ পরিশোধের সক্ষমতা যাচাই বাছাই করতে হবে।'
২০২৬ সালকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, উন্নয়নশীল দেশ হলে পরবর্তী কর্মপন্থা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, 'উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করলে আমরা কী সুবিধা পাবো সেটা আগে বাছাই করতে হবে এবং সেইভাবে কাজ শুরু করবো।'
বৈঠক শেষে সাংবাদিকদের পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম ব্রিফ করেন। তিনি জানান, বৈদেশিক ঋণের টাকা সঠিকভাবে খরচের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
পরিকল্পনা মন্ত্রী বলেন, 'আগামীতে প্রকল্প পরিচালকরা যেন বিশেষজ্ঞ হয়ে আসেন এবং দ্রুত অর্থছাড় করার বিষয়ে আলোচনা করেছি।'
এদিকে বৈঠকে প্রকল্পের অগ্রগতি ও ঋণের টাকা সঠিকভাবে খরচ হচ্ছে কিনা তা তদারকির জন্য প্রধানমন্ত্রীর মুখ্যসচিবকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।