দেশে এখন
0

চারুকলায় তিনদিনের জয়নুল উৎসব

প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৯তম জন্মজয়ন্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলায় তিনদিনের উৎসব শুরু হয়েছে। একইসঙ্গে চারুকলার ৭৫ বছর পূর্তি উদযাপন হচ্ছে ।

পৌষের সকালে চারুকলার বকুল তলায় সাংস্কৃতিক উৎসব পরিণত হয় শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায়।

১৯৪৮ সালে আর্ট স্কুল প্রতিষ্ঠা থেকে শুরু করে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় এর অনুষদ হিসেবে এ যাত্রায়, দেশের শিল্প ও শিল্প শিক্ষায় অবদানের জন্য এ বছর জয়নুল আবেদিন সম্মাননা পেলেন শিল্পী কাজী গিয়াসউদ্দিন ও শিল্পী ড. আব্দুস সাত্তার। পাশাপাশি জয়নুল স্বর্ণপদক দেয়া হয়।

ড. আব্দুস সাত্তার বলেন, 'প্রাচ্যকলার ছবি দেখে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই বিষয়ে পড়বো। কিন্তু ডির্পাটমেন্ট বন্ধ, কারণ প্রাচ্যকলায় কোন শিক্ষক ছিলেন না।'

এ আয়োজনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল।

উপাচার্য বলেন, 'শৈশব থেকে যা কিছু গ্রাম বাংলায় দেখে এসেছি, আর যা কিছু আমাদের ঐতিহ্য তার সবকিছুই আমরা চারুকলা অনুষদে খুঁজে পাই। আবহমান বাংলার সংস্কৃতির কৃষ্টি তরুণ প্রজন্মের কাছে উপজীব্য করার জন্য আমাদের আধুনিক ল্যাবরেটরি অনেক বেশি অবদান রাখবে।'

জয়নুল উৎসবে প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া চারুকলা প্রাঙ্গনে থাকছে জয়নুল মেলা, লোক ও কারুশিল্প মেলা। আর স্টলে স্টলে অনুষদের চারু শিল্পীদের চিত্র ও শিল্প কর্ম বিক্রি হচ্ছে।