দেশে এখন
এখন ভোট
0

শরিকদের কাউকে বিজয়ের গ্যারান্টি দেয়া হবে না: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘৭টি আসনে শরিকদের জন্য নৌকা ছেড়ে দেয়া হয়েছে। তারা নৌকা প্রতীকে নির্বাচন করবেন। তবে তাদের কাউকে বিজয়ের গ্যারান্টি দেয়া হবে না। জোর করে কারো জন্য বিজয় ছিনিয়ে আনাও হবে না। অন্যদিকে জাতীয় পার্টি নিজস্ব প্রতীকে নির্বাচন করবে।’

আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে নির্বাচন বিরোধী নাশকতা বাড়ছে। নির্বাচন বানচাল করতে অস্ত্রের মহড়া দেয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নির্বাচন সামনে রেখে একদিকে সন্ত্রাস-সহিংসতা হচ্ছে, অন্যদিকে ভয়ঙ্কর গুজবের ডালপালা বিস্তার করছে।

টিআইবি বিএনপির শাখা সংগঠন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘মানবাধিকারের প্রবক্তা টিআইবি বিএনপি’র ভাবাদর্শের প্রবক্তা হয়ে গেছে।’

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে কোনভাবে প্রভাবিত করছে না আওয়ামী লীগ। নির্বাচনের ভালো দৃষ্টান্ত স্থাপন করতে আওয়ামী লীগ অঙ্গিকারবদ্ধ। সরকারি কর্মকর্তা বদলির ব্যপারে আওয়ামী লীগের হাত নেই। আর নির্বাচন নিয়ে বিদেশিদের উদ্বেগের কোন কারণ নেই।

ওবায়দুল কাদের আরও বলেন, যেকোন মূল্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে রেকর্ড করতে চায় আওয়ামী লীগ। নির্বাচন গণতন্ত্রের প্রাণ, সরকারি দল হিসেবে নির্বাচন ব্যবস্থাকে গণতান্ত্রিক করা আওয়ামী লীগের দায়িত্ব।

আগামী ১৮ ডিসেম্বর আওয়ামী লীগ সারাদেশে বিজয় শোভাযাত্রা করবে বলেও জানান তিনি।

এই সম্পর্কিত অন্যান্য খবর