এ উপলক্ষে দীর্ঘদিন পর রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়ন উৎসব চলে। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড আর বাদ্যযন্ত্র হাতে নেতা কর্মীদের উচ্ছ্বাস, ভিড়। সাথে আছে ঐতিহ্যবাহী দলীয় প্রতীক লাঙল।
জাতীয় নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহে সকাল থেকেই কার্যালয়ের বাইরে ভিড় করেন নেতা-কর্মীরা। মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'নির্বাচনে যাওয়ার প্রাথমিক প্রস্তুতি সেরে রাখতে মনোনয়ন ফরম বিতরণ শুরু হলেও নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়।'
এদিকে, এবারই প্রথমবারের মত মনোনয়ন ফরম সংগ্রহ করেন জিএম কাদেরের সহধর্মিনী ও উপদেষ্টা শেরিফা কাদের। মনোনয়ন প্রত্যাশীরা ফরম সংগ্রহ করে বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংলাপ জরুরি।
আগামী ২৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম কেনা ও জমা দেয়া যাবে। এবার ফরমের দাম ধরা হয়েছে ৩০ হাজার টাকা। ফরম বিক্রির প্রথম দিন শেষে ৫৫৭ টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এ থেকে দলটির তহবিলে জমা হয়েছে ১ কোটি ৬৭ লাখ ১০ হাজার টাকা।