এ সময় জলাভূমি পৃথিবীর কিডনি, ভবিষ্যতের জন্য জলাভূমিসহ নানা স্লোগানের প্লাকার্ড তুলে ধরেন গ্রামবাসীরা। পরে এক উঠান বৈঠকে জলাভূমির গুরুত্ব এবং জলাশয় বাঁচিয়ে রাখতে গ্রামবাসীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান, আবু আব্বাস কলেজের প্রভাষক নাজমুল কবির সরকার, সেভ দ্য এনিমেলস অফ সুসং এর সভাপতি রিফাত আহমেদ রাসেল, সবুজ সংহতির সাংগঠনিক সম্পাদক মির্জা হৃদয় সাগর প্রমুখ।
বক্তারা বলেন, নেত্রকোণা হাওর নদী এবং খাল বিলের জেলা হলেও মানুষের ঘনবসতির কারণে ভরাট হচ্ছে দিন দিন এসব জলাশয়। ভরাট আর দখল দূষণে অনেক নদী সংকুচিত হয়ে এখন খালে পরিণত হয়েছে। আবার কোথাও কোথাও পুরোপুরি বিলীন হয়ে গেছে খাল ও বিল। এসব জলাশয় পুনরুদ্ধারের পাশাপাশি নিয়মিত নদী ও খাল খননেরও দাবি জানান তারা।