এখন জনপদে
0

নলডাঙ্গায় গাছের সাথে ধাক্কায় দুই স্কুল শিক্ষার্থী নিহত, আহত ১

নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। আজ (রোববার, ২৬ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় আশঙ্কাজনক অবস্থায় অপর একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, সন্ধ্যা সাতটার দিকে নলডাঙ্গা উপজেলার ত্রিমোহনী কাঠুয়াগাড়ী চৌধুরি পাড়া এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন মোটরসাইকেলে থাকা তিন স্কুল শিক্ষার্থী।

পরে নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় আহত তিনজনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে সান নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে রামেক হাসপাতালে নেওয়ার পথে সাফা নামে অপর আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়।

এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় সিয়াম নামের অপর এক শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুইজন নলডাঙ্গার শ্রীশচন্দ বিদ্যা নিকেতনের দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানান তিনি।

এএইচ