‘মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নামানোর লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষা; আগামীতে সরকারের দেনা আরও বাড়বে’
দেশে অব্যাহত ৯ শতাংশের ওপরে থাকা মূল্যস্ফীতি আগামী ১২ মাসের মধ্যে কমিয়ে ৬.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা বাজেটে ঘোষণা দেয়া হয়েছে, সেটিকে উচ্চাকাঙ্ক্ষা বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। আগামী অর্থবছরে সরকারের দেনা আরো বাড়ার পাশাপাশি বিদেশি ঋণের পরিমাণও বাড়বে বলে মনে করছে সংস্থাটি। সেই সঙ্গে রাজস্ব আহরণে যে লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে তা পূরণ হওয়া সম্ভব নয়- বলছে সিপিডি।