বৈধভাবে পৃথিবীর যেকোনো দেশে যাওয়ার অন্যতম অনুষঙ্গ পাসপোর্ট। তবে টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্যে চরম ভোগান্তিতে পাসপোর্ট প্রত্যাশীরা। নাগরিক অধিকার আদায়ে হিমশিম খাচ্ছেন তারা। অভিযোগ উঠেছে অফিসের কর্মচারী ও আনসার সদস্যদের সহযোগিতায় দালালদের হয়রানি দিন দিন বেড়েই চলেছে। এদিকে দালালদের দৌরাত্ম্যের ব্যাপারটি স্বীকার করলেও ক্যামেরায় কথা বলতে রাজি হননি পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক।