ট্রেন বন্ধ থাকায় টিকিট নেয়া যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিকল্প ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ। রেলের টিকিটে বিআরটিসি বাসে গন্তব্যে যাওয়ার সুযোগ পাচ্ছেন যাত্রীরা। চট্টগ্রামে ২৮ ও ঢাকায় ২০টি বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এছাড়াও দেশের আটটি রুটে রেলের টিকিটে নির্দিষ্ট বিআরটিসি বাসের গন্তব্যে যেতে পারছেন যাত্রীরা। তবে বিকল্প এই ব্যবস্থাও পর্যাপ্ত নয় বলে অভিযোগ যাত্রীদের।