সিরাজগঞ্জ-সোনামুখী-বগুড়া

পাঁচ বছরেও শেষ হয়নি সিরাজগঞ্জ-সোনামুখী-বগুড়া আঞ্চলিক সড়ক প্রশস্তকরণ

দীর্ঘ পাঁচ বছরেও শেষ হয়নি সিরাজগঞ্জ-সোনামুখী-বগুড়া আঞ্চলিক সড়ক প্রসস্থকরণ কাজ। পর পর তিন দফায় মেয়াদ বাড়লেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি আর ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতায় বন্ধ রয়েছে এই প্রকল্পের কাজ। সড়কের বিভিন্ন জায়গায় আংশিক কাজ করে ফেলে রাখায় সৃষ্টি হয়েছে খানা খন্দের। এতে এই পথে চলাচলকারী যাত্রী ও চালকদের দুর্ভোগ আর ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তবে কর্তৃপক্ষের দাবি অধিগ্রহণকৃত ভূমি বুঝে পেলে দ্রুতই কাজটি সম্পূর্ণ করা হবে।