নির্বাচনের আগে কমছে একক নামের সিমকার্ড সংখ্যা; ভবিষ্যতে হবে সর্বোচ্চ দুটি
‘সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একক নামে মোবাইল সিমকার্ডের সংখ্যা ১০টি থেকে কমিয়ে ৭টি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে ভবিষ্যতে একক নামে সিমকার্ডে সংখ্যা আরও কমিয়ে তা দু’টি করা হবে বলে জানান তিনি।