ফারহান-সাদিয়া আয়মানের প্রেমে পড়ার গল্প ‘মন মানে না’
বিয়ে বাড়ি সাজাতে গিয়ে দুই ইন্টেরিয়র ডিজাইনারের প্রেমে পড়ার গল্প এটি। যাতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও সাদিয়া আয়মান। এই দুজনকে নিয়ে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। সিএমভির ব্যানারে নির্মিত ‘মন মানে না’ নামের এই বিশেষ নাটকটির চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন।