কাউকে যেন এক টাকাও চাঁদা না দেয়া হয়: উপদেষ্টা আসিফ
চাঁদার টাকা না পেয়ে রাজধানীর এলিফ্যান্ট রোডে দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় দুই হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (রোববার, ১২ জানুয়ারি) ঘটনাস্থল পরিদর্শন করে উপদেষ্টা আসিফ মাহমুদ ব্যবসায়ীদের জানান, কাউকে যেন এক টাকাও চাঁদা না দেয়া হয়। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলেও তা সন্তোষজনক নয় বলেও মন্তব্য করেন তিনি।