স্নায়ুযুদ্ধের পর প্রথমবারের মতো জার্মানিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। যদিও এই মডেলের ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্র আর সাবেক সোভিয়েত ইউনিয়নের ১৯৮৮ সালের চুক্তি অনুযায়ী নিষিদ্ধ, যে চুক্তি ভেস্তে গেছে ৫ বছর আগে। এই ঘোষণায় ক্ষুব্ধ হয়ে রাশিয়া বলছে, সিদ্ধান্তের কড়া জবাব দেয়া হবে। সমরাস্ত্র ব্যবহার নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা বলছেন, উসকানিমূলক এই কার্যক্রমে নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে অনেক দেশ।