শেরেবাংলা-হল

গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে স্মরণ করা হলো শহীদ আবরারকে

আগ্রাসন বিরোধী শহীদ আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালে ছাত্রশিবির সন্দেহে রাতভর নির্মম-নির্যাতনে বুয়েটের শেরেবাংলা হলে তাকে হত্যা করে শাখা ছাত্রলীগ নেতারা। এ ঘটনায় ২০ জনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন হয় বিচারিক আদালতে। চূড়ান্ত রায়ের জন্য মামলাটি এখন উচ্চ আদালতে। আবরারের স্মরণসভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, আবরার ফাহাদের খুনিরাই ২৪ এর গণঅভ্যুত্থান দমনে গণহত্যা চালিয়েছে। সন্ত্রাসী দল হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধেরও দাবি তোলেন কেউ কেউ।