নাটোরে নির্ধারিত সময়ের আগেই ট্রেন ছাড়ায় যাত্রীদের ক্ষোভ, স্টেশন মাস্টার অবরুদ্ধ
নাটোরে নির্ধারিত সময়ের আগেই খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন স্টেশন অতিক্রম করায় অন্তত অর্ধশত যাত্রী ট্রেনে উঠতে পারেনি। এতে ক্ষুব্ধ হয়ে ট্রেনে উঠতে না পারা যাত্রীরা কর্তব্যরত স্টেশন মাস্টারকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখে। ফলে বিকল্প ট্রেন না থাকায় গন্তব্যস্থানে যেতে পারেনি যাত্রীরা। পরে খবর পেয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। গতরাত ১২টার দিকে নাটোর রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে।