রেমা–কালেঙ্গা বনাঞ্চল উজাড়; অবৈধ গাছ পাচারে বিপর্যস্ত বন
দেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল হবিগঞ্জের রেমা–কালেঙ্গা থেকে উজার হয়ে যাচ্ছে গাছ। বছরের পর বছর ধরে চলা অবৈধ পাচারে পুরো অভয়ারণ্য নিশ্চিহ্নের পথে। বনের গভীরে এখন আর খুব একটা দেখা মেলে না বড় আকৃতির মূল্যবান গাছের। সম্প্রতি বনদস্যুরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। বন বিভাগ বলছে, সংগঠিত সিন্ডিকেট ও প্রভাবশালীদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরেই রেমা–কালেঙ্গায় গাছ পাচার চলছে। দস্যুদের হাতে আগ্নেয়াস্ত্র থাকায় বনরক্ষীদের নিরাপত্তাও রয়েছে মারাত্মক ঝুঁকিতে।