যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ইসরাইল ও হামাসের মধ্যে তৃতীয় দফায় জিম্মি ও বন্দিবিনিময় শুরু হয়েছে। এই ধাপে ১১০ কারাবন্দির পাশাপাশি মুক্তি পাচ্ছে আট জিম্মি। যাদের মধ্যে পাঁচজন থাই নাগরিক। এরইমধ্যে, এক ইসরাইলি জিম্মিকে রেড ক্রসের হাতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে গাজাবাসীকে বাস্তুচ্যুত করার পরিকল্পনায় মিশর যোগ দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি।