ইরানে আন্দোলনে নিহত আড়াই হাজার ছাড়ালো, গ্রেপ্তার ১৮ হাজার
ইরানের চলমান আন্দোলনে প্রাণহানি আড়াই হাজার ছাড়িয়েছে এবং ১৮ হাজারের বেশি বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছে বলে দাবি মার্কিন মানবাধিকার সংস্থা এইচআরএএনএ-এর। এদিকে, তেহরানে আজ (বুধবার, ১৪ জানুয়ারি) এক বিক্ষোভকারীর ফাঁসি কার্যকরের কথা রয়েছে। এটি বাস্তবায়িত হলে ইরানকে কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। আর গ্রেপ্তারকৃতদের অনেকেরই মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে বলে শঙ্কা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।