মাওলানা জুবায়ের আহমেদ

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত শেষে বাড়ি ফিরছেন মুসল্লিরা। সড়ক-মহাসড়কে দেখা দিয়েছে তীব্র ভিড়। আজ (রোববার, ২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১১ মিনিটের দিকে আখেরি মোনাজাত শুরু হয়ে শেষ হয় সকাল ৯টা ৩৫ মিনিটে। বিশ্ব ইজতেমার মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমেদ।

প্রথম পর্বের আখেরি মোনাজাত কাল, মধ্যরাত থেকে বন্ধ গণপরিবহন
আগামীকাল (রোববার, ২ ফেব্রুয়ারি) শুরায়ী নেজামের অনুসারী মুসল্লিদের বিশ্ব ইজতেমার প্রথম ধাপের আখেরি মোনাজাত। সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আজ (শনিবার, ১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ব ইজতেমা ময়দানে স্থাপিত গাজীপুর মহানগর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের সামনে সাংবাদিকদের এ কথা বলেন জিএমপি কমিশনার।