দেশের নদীর প্রতি মানুষের অবহেলা এবং নিরন্তর দূষণ আজ এক করুণ চিত্রের জন্ম দিয়েছে। ঢাকাকে ঘিরে রাখা বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীর পানি এক সময় ছিল অমৃতধারা, আজ তা কেবল বিষাদময় স্রোত। যে নদী ছিল জীবনের প্রাণশক্তি, সমৃদ্ধির প্রতীক, আজ সেগুলিই মৃতপ্রায়। নদীর পানি হয়ে উঠেছে প্রাণহীন। পরিবেশগত এমন বিপর্যয় মানবজীবনের জন্যও মহাবিপদ হয়ে উঠছে। তাই আগামী প্রজন্মের জন্য এখন থেকেই নদীকে বাঁচাতে দৃঢ় পদক্ষেপ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা।