অচেনা ঘর। আসবাব, পোশাক, গৃহস্থালি পণ্য, বইপত্র সবই নিয়ে গেছে বানের জল। ভেসে গেছে দোকান পাট, ফসলি জমি, মাছের ঘের, গবাদিপশু। বানভাসি মানুষ ঘরে ফিরে দেখছেন আর কিছুই অবশিষ্ট নেই। উপার্জন বন্ধ হয়ে দিশেহারা কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা, ছোট দোকানি। গ্রামীণ অর্থনীতির মূল চালিকাশক্তি এমন হাজার হাজার স্বাবলম্বী মানুষকে দ্রুত আয়ের পথে ফিরিয়ে আনাই হবে বন্যা পরবর্তী বড় চ্যালেঞ্জ।