ঈদে পোশাকের বাজার নিয়ন্ত্রণ রাখতে নওগাঁয় নিয়মিত অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিদপ্তর। অভিযানের অংশ হিসেবে আজ (বৃহস্পতিবার, ২০ মার্চ) দুপুরে নওগাঁ শহরে শিলামনি গার্মেন্টস ও আসমানি বিগ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিদেশি পোশাক/কাপড় বিক্রি করলেও ক্রয় ভাউচার দেখাতে না পারায় এ দুই পোশাকের দোকান মালিককে ১ লাখ টাকা জরিমানা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ।