বাংলাদেশি অভিবাসীদের আশা ট্রাম্পের আমলে স্থিতিশীল হবে যুক্তরাষ্ট্রের বাজার
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজে প্রত্যাবর্তনের অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। বিশ্বের আলোচিত এই নেতা দ্বিতীয়বার হোয়াইট হাউজের চাবি বুঝে পাওয়ায় উচ্ছ্বসিত সমর্থকরা। যদিও, এর বিরুদ্ধে বিক্ষোভও করেছেন বহু ট্রাম্পবিরোধী। এ অবস্থায় ওয়াশিংটনে শপথ আয়োজন ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সবকিছু ছাপিয়ে বাংলাদেশি অভিবাসীদের প্রত্যাশা ট্রাম্পের আমলে স্থিতিশীলতা ফিরবে যুক্তরাষ্ট্রের বাজার ব্যবস্থায়। যুদ্ধ আর সংঘাত থেকে বেরিয়ে শান্ত হবে বিশ্ব।