বর্বরতা-ও-নিরস্ত্র-নাগরিকদের-ওপর-হামলা

বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পিটিআইয়ের

পাকিস্তানের ইসলামাবাদে ব্যাপক ধরপাকড় ও সংঘর্ষের মুখে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে পিটিআই। এক বিবৃতিতে দলটি জানায়, শেহবাজ সরকারের বর্বরতা ও নিরস্ত্র নাগরিকদের ওপর হামলার জেরে শান্তিপূর্ণ এই কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে আন্দোলনের শীর্ষ দুই নেতা আলী আমিন গান্দাপুর ও বুশরা বিবির অবস্থান নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। যদিও পাকিস্তান সরকার বলছে, পিটিআই নেতাকর্মীরা ভয়ে পালিয়েছে। তিন দিন ধরে চলা সংঘর্ষে পুলিশসহ ৬ জন প্রাণ হারিয়েছেন।