বকেয়া-বেতন-ভাতা
পোশাক শ্রমিকদের নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবরোধ প্রত্যাহার
বকেয়া বেতন-ভাতার দাবিতে টানা টানা তৃতীয় দিনের মত চলা আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের অবরোধ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে প্রত্যাহার করে নিয়েছেন বার্ডস গ্রুপের শ্রমিকরা।
শ্রমিক অবরোধে অচল নবীনগর-চন্দ্রা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, তীব্র যানজট
বকেয়া বেতন-ভাতার দাবিতে শিল্পাঞ্চলে অস্থিরতা যেন থামছেই না। আজও (মঙ্গলবার, ১ অক্টোবর) নবীনগর-চন্দ্রা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। এতে তীব্র যানজটের কবলে পড়েন যাত্রীরা। এদিকে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে পরিবহন শ্রমিকদের। গতকাল শ্রমিক নিহতের ঘটনায় এখনও থমথমে আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চল। শ্রম উপদেষ্টা বলছেন, পরিকল্পিতভাবে শ্রমিকদের নামিয়ে গুলি চালিয়ে পরিস্থিতি অস্থির করা হচ্ছে।