জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভবন নির্মাণ নিয়ে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি অবস্থান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের ভবন নির্মাণ নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে শিক্ষার্থীদের দু’পক্ষ। চারুকলার শিক্ষার্থীরা বলছেন, ক্লাসরুম সংকটসহ নানা কারণে ভবন নির্মাণ অপরিহার্য হয়ে পড়েছে। আর আরেক পক্ষের দাবি, নির্ধারিত জায়গায় ভবন নির্মাণ করলে ধ্বংস হবে প্রাণ প্রকৃতি।