ঢাকাকে বিভক্ত করা নড়াই নদী আজ মৃতপ্রায়
রাজধানী ঢাকাকে মাঝখান থেকে ভাগ করেছে যে নদী তার নাম নড়াই। তবে বর্জ্য মিশে এই নদীর জল আজ বিষাক্ত। দেখা মেলা না মাছের। হাতিরঝিলে স্লুইস গেট বসানোর কারণে নড়াই নদী দিয়ে কারওয়ান বাজারের সঙ্গে রূপগঞ্জের মানুষের যে ব্যবসা বাণিজ্য হতো সেটিও এখন বন্ধ। ফলে দিন দিন কমছে এই পথের অর্থনৈতিক অবদান।