শীতের শুরুতে নিওরের স্কিনকেয়ার পণ্যের চাহিদা বেড়েছে
শীত মৌসুমের শুরুতেই দেশের স্কিনকেয়ার বাজারে ব্যাপক সাড়া ফেলেছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ‘নিওর’। বিশেষত ব্র্যান্ডটির ফেস ওয়াশ, সানস্ক্রিন, ময়েশ্চারাইজার ও বডি লোশন-এ চার ধরনের পণ্যের চাহিদা হঠাৎ বেড়ে গেছে। হাই-এন্ড কসমেটিকস বিক্রির প্রিমিয়াম আউটলেটগুলোতে এরইমধ্যে পণ্যের স্টক শেষ হয়ে গেছে।