স্বাস্থ্য সেবায় রোগীর চাপ বাড়লেও কাটেনি নার্স সংকট
মাত্রাতিরিক্ত রোগীর চাপ বাড়লেও কাটেনি নার্সের সংকট। মাত্র ৯৫ হাজার নিবন্ধিত নার্স দিয়ে চলছে পুরো দেশের স্বাস্থ্য সেবা। সরকারিতে কর্মরত প্রায় ৫০ হাজারের সবাই নিবন্ধিত হলেও রয়েছে তীব্র সংকট। আর বেসরকারিতে হাজার হাজার নার্স অনিবন্ধিত হলেও তা নিয়ে মাথা ব্যাথা নেই স্বাস্থ্য বিভাগের।