‘বাংলাদেশে পানি আলোচনার ১০ বছর: পানি জাদুঘরের অবদান’
রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে পরিবেশগত এবং মানবিক প্রয়োজনের ভিত্তিতে নদী ও পানি ব্যবস্থাপনা নিয়ে অ্যাকশনএইড বাংলাদেশ-এর ‘বাংলাদেশে পানি আলোচনার ১০ বছর: পানি জাদুঘরের অবদান’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর এক হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইয়ের পর্যালোচনা করেন পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ এবং এমিরেটাস অধ্যাপক ড. আইনুন নিশাত এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজি স্টাডিজের (বিআইআইএসএস) সিনিয়র রিসার্চ ফেলো ড. সুফিয়া খানম।