ফাল্গুনের তৃতীয়ায় সূর্য তখন পুব আকাশে গোধুলীর রঙ ধারণ করেছে। মঞ্চের চারদিকে তরুণ প্রজন্মের অপেক্ষা আর আহ্লাদে কাটছে সময়। এমন সময় ব্যান্ড অ্যাশেজের গানে বেজে উঠলো সবার চেনা সুর।