ভিকি জাহেদ মানেই থ্রিলার, সাসপেন্স আর ঘটনাচক্র জানার নির্মোহ আবেদন। আগের সবগুলো কাজ দিয়ে সেই প্রমাণ রেখেছেন ভিকি। নতুন কাজ নিয়ে আবারও আসছেন এই নির্মাতা। এবার তিনি হাজির হচ্ছেন ওয়েব ফিল্ম 'নীল সুখ' নিয়ে।