শিগগিরই খুলে দেয়া হচ্ছে গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর প্রতীক্ষিত তিস্তা সেতু। সবকিছু ঠিক থাকলে মে মাসেই যানবাহন চলাচল শুরু হবে সেতুর উপর দিয়ে। এই সেতু চালু হলে চিলমারী, ভুরঙ্গামারী ও কুড়িগ্রামের সাথে রাজধানীর দূরত্ব কমবে ১৩৫ কিলোমিটার। বাড়বে অর্থনৈতিক গতি, কৃষক পাবে শস্যের ন্যায্য দাম। সমৃদ্ধি আসবে সেতুপারের মানুষের জীবনে।