ফেনীতে তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। জেলার ছোট ফেনী, সিলোনিয়া ও কালীদাস পাহালিয়া নদীর অন্তত ৪০টি স্থানের অব্যাহত ভাঙনে এরইমধ্যে বিলীন হয়েছে বসতি, কৃষি জমি ও সড়ক। এ অবস্থায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন পার করছেন ভাঙন কবলিতরা। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, মুছাপুরে রেগুলেটর পুনঃনির্মাণ না করা পর্যন্ত ভাঙন রোধ করা যাবে না।