মৌলভীবাজার শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও জেলা পরিষদের অভ্যন্তরে নির্মিত শেখ মুজিবুর রহমানের দু'টি পৃথক ম্যুরাল ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আজ (বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ছাত্র-জনতা লোহার পাইপ, হাতুড়ি ও শাবল দিয়ে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলেন। পরে জেলা পরিষদে নির্মিত মুজিবের আরেকটি ম্যুরাল ভাঙচুর করা হয়।