নওগাঁয় হু হু করে বাড়ছে জমির দাম
এক দশকের ব্যবধানে নওগাঁয় শতাংশ প্রতি জমির দাম বেড়েছে দুই থেকে আড়াই লাখ টাকা। মানুষের মধ্যে বাড়ছে শহরে বসবাস করার আগ্রহ। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় পছন্দের জায়গায় জমি কিনে বসতবাড়ি করছেন অনেকে। ক্রমবর্ধমান চাহিদায় হু হু করে বাড়ছে জমির দাম।